91. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যসের নাম— দুর্গেশনন্দিনী কপালকন্ডুলা কৃঞ্চকান্তের উইল রজনী 92. দক্ষিন তালপটি কোন নদীর মোহনায় অবস্থিত নাফ তেতুলিয়া আড়িয়াল খা হাড়িয়াভাঙ্গা 93. খাদ্য ত্ত কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত নিউইয়র্কে রোমে জেনেভায় অটোয়ায় 94. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় ফকরুদ্দিন মোবারক শাহ হোসেন শাহ শায়েস্থা খা ঈশা খা 95. ডেভিস কাপ কোন খেলায় দেয়া হয় ব্যাডমিন্টন লং টেনিস টেবিল টেনিস ক্রিকেট 96. পৃথিবিতে সবচেয়ে বেশী ধাতু কোনটি? লোহা পারদ সিলিকন তামা 97. অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন ব্রেইল কপার্নিকাস ডেভিটবোর টমাস আলভা এডিসন 98. পারমানবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহার হয়? পেট্রোলিয়াম ইউরেনিয়াম-২৩৫ অক্সিজেন হাইড্রোজেন 99. বৈদুতিক হিটার এবং ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয় তামা নাইক্রোম স্টেনিয়াম প্লাটিনাম |
No comments:
Post a Comment