Sunday, March 18, 2012

25th BCS Preliminary Question


91.  ৬% হারে ৯ মাসে ১০,০০০/-টাকার উপর সুদ কত হবে?
      ৫০০ টাকা
      ৬০০ টাকা
      ৪৫০ টাকা
      ৬৫০ টাকা
92.  যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ শার্ট হয় তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
      ৬ টি
      ৯ টি
      ১২ টি
      ১৫ টি
93.  প্রেসার কুকারে পানির স্ফুটনাংক –
      কম হয়
      বেশি হয়
      ঠিক থাকে
      কোনটিই নয়
94.  তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
      ০° সেন্টিগ্রেট
      ১০° সেন্টিগ্রেট
      ৪° সেন্টিগ্রেট
      ১০০° সেন্টিগ্রেট
95.  CNG এর অর্থ
      কার্বনমুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল
      নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
      সীসামুক্ত পেট্রোল
      কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
96.  নারভাস সিষ্টেমের ষ্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
      নেফ্রোন
      নিউরোন
      থাইমাস
      মাষ্ট সেল
97.  কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
      শূনতায়
      লোহা
      পানি
      বাতাশ
98.  সুন্দর বনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
      ৩৮০০
      ৪১০০
      ৫৫৭৫
      ৬৯০০
99.  রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
      অক্সিজেন পরিবহন করা
      রোগ প্রতিরোধ করা
      রক্তে জমাট বাধতে সাহাজ্য করা
      উল্লেখিত সবকয়টি
100.  ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
      ব্রাজিল’
      আর্জেটিনা
      পেরু
      পানামা

No comments:

Post a Comment