Sunday, March 18, 2012

25th BCS Preliminary Question


16.  যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো,সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?
      সরল
      জটিল
      যৌগিক
      অনুজ্ঞামুলক
17.  সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
      বলাকা
      সোনার তরী
      চিত্রা
      পুনশ্চ
18.  বাংলা ছন্দ কত রকমের?
      এক রকমের
      দু রকমের
      তিন রকমের
      চার রকমের
19.  কোনটি শুদ্ধ বানান?
      দন্দ
      দ্বন্দ
      দ্বন্দ্ব
      দন্ব
20.  অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
      অন্ত্যমিল আছে
      অন্ত্যমিল নেই
      চরনের প্রথমে মিল থাকে
      বিশ মাত্রার পব থাকে
21.  পূনর্ভবা , নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
      মহানন্দা
      ভৈরব
      কুমার
      বরাল
22.  প্রাচীন পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত ?
      ময়নামতি
      বিক্রম পুর
      পাহারপুর
      মহাস্থানগড়
23.  উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
      ড: রমেশচন্দ্র মজুমদার
      ড: মুহাম্মদ হাসান
      ড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন
      স্যার এ.এফ.রহমান
24.  প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত?
      ৪ বছর
      ৫ বছর
      ৩ বছর
      ৭ বছর
25.  সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
      মালদ্বীপ
      নেপাল
      শ্রীলঙ্কা
      ভুটান
26.  কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
      মারমা
      খাসিয়া
      সাওতাল
      গারো
27.  নিম্নের কোন পযটক সোনারগাও এসেছিলেন?
      ফা হিয়েন
      ইবনে বতুতা
      মার্কো পোলো
      হিউয়েন সাং
28.  বাংলাদেশে বতমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
      ৩
      ৪
      ৫
      ৬
29.  বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসাবে শপথ নেন?
      বেগম খালেদা জিয়া
      শেখ হাসিনা
      জমির উদ্দিন সরকার
      আবদুল হামিদ
30.  বাংলাদেশ কোন সালে CTBT অনুমোদন করেন?
      ১৯৯৯
      ২০০০
      ২০০১
      ২০০২ 

No comments:

Post a Comment