Friday, March 16, 2012

23rd BCS Preliminary Question


16.  বেলজিয়ামের মূদ্রার নাম কি?
      শিলিং
      ইউরো
      পাউন্ড
      ক্রাউন
17.  কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?
      রোম
      ভেনিস
      এথেন্স
      ওসলো
18.  বাবেল মান্দেব কি শব্দ?
      ফারসি
      উর্দু
      আরবী
      ইংরেজী
19.  জাতিসংঘের সাধারন পরিষদের আধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
      তিন জন
      চার জন
      পাঁচ জন
      ছয় জন
20.  পি.এল.ও কখন গঠিত হয়?
      ১৯৬৪ সালে
      ১৯৬৫ সালে
      ১৯৬৬ সালে
      ১৯৬৭ সালে
21.  নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
      নাইজেরিয়া
      কংগো
      আবিসিনিয়া
      ঘানা
22.  ৭২ কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রন A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রনে B কতটুকু আছে?
      ৯ কেজি
      ১২ কেজি
      ১৭ কেজি
      ৫১ কেজি
23.  একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমনে প্রতি ঘন্টার গড় বেগ কত?
      answer image
      answer image
      answer image
      answer image
24.  একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
      ২৪
      ৩৬
      ৪৮
      ৫০
25.  ২০ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাগে নির্বাচন করা যাবে?
      ২০
      ১৯০
      ৩৮০
      ৭৬০
26.  কোন সমান্তর প্রগামনে প্রথম দুইটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
      ২২
      ২৫
      ২৯
      ৮৫
27.  ১,২,৩,৫,৮,১৩,২১,৩৪,............ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
      ৫৫
      ৪০
      ৬৮
      ৮৯
28.  1/2 এর শতকরা কত 3/4 হবে?
      ১২০%
      ১২৫%
      ১৪০%
      ১৫০%
29.  M সংখ্যার গড় A এবং N সংখ্যার গড় B.সবগুলি সংখ্যার গড় কত?
      answer image
      answer image
      answer image
      answer image
30.  যদি তৈলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
      ২০%
      ১৬%
      ১১%
      ৯% 

No comments:

Post a Comment