Sunday, March 18, 2012

26th BCS Preliminary Question


31.  কোনটি অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
      পাকা বাড়ি
      পাকা রং
      পাকা কাজ
      পাকা আম
32.  পাখি সব করে রব রাতি পোহাইল’পংক্তির রচয়িতা কে?
      মদন মোহন তর্কালংকার
      রাম নারায়ন তর্কারত্ন
      বিহারীলাল চক্রবর্তী
      কৃষ্ঞচন্দ্র মজুমদার
33.  বনফুল’ কার ছদ্মনাম?
      প্রমথ চৌধুরী
      বলাইচাঁদ মুখোপাধ্যায়
      যতীন্দ্রমোহন বাগচী
      মোহিতলাল মজুমদার
34.  কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
      মৃত্যুক্ষুধা
      আলেয়া
      ঝিলিমিলি
      মধুমালা
35.  যে-ই তার দর্শন পেলাম,সে-ই আমরা প্রস্থান করলাম’-এটি কোন জাতীয় বাক্য?
      সরল বাক্য
      যোগিক বাক্য
      মৌলিক বাক্য
      মিশ্র বাক্য
36.  লাঠালাঠি’ –এটি কোন সমাস?
      প্রাদি সমাস
      ব্যাতিহার বহুব্রীহি সমাস
      ততপুরুষ সমাস
      কর্মধারয় সমাস
37.  ভানু সিংহ ঠাকুরের পদাবলী’-রচয়িতা কে?
      ভানু বন্দোপাধ্যায়
      চন্ডীদাস
      রবী্ন্দ্রনাথ ঠাকুর
      ভারতচন্দ্র
38.  প্র,পরা,অপ –
      বাংলা উপসর্গ
      সংস্কৃত উপসর্গ
      বিদেশি উপসর্গ
      উপসর্গ স্থানীয় অব্যয়
39.  টা,টি,খানা ইত্যাদি-
      পদাশ্রিত নিদের্শক
      প্রকৃতি
      বিভক্তি
      উপসর্গ
40.  কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
      বিদ্রোহী
      প্রলয়োল্লাস
      আনন্দময়ীর আগমনে
      নারী
41.  Choose the correct sentence.
      Every body have gone there
      Every body are gone there
      Every body has gone there
      Every body has went there
42.  Choose the correct sentence.
      The train is running in time
      The train is running on time
      The train is running with time
      The train is running to time
43.  Choose the correct preposition. My brother has no interest........music.
      For
      In
      With
      At
44.  Fill in the blank with write option. I am looking forward...........you.
      To seeing
      Seeing
      To see
      To have seen
45.  Choose the correct form (passive) of- Who will do the work?”
      Who will be done the work?
      Who will done the work?
      By whom will the work be done? 

No comments:

Post a Comment