Thursday, March 15, 2012

21st BCS Preliminary Question

1.  বাংলা ভাষার ইতিবৃত্ত’কার রচনা? 
      মুহাম্মাদ শহীদুল্লাহ 
      মুহাম্মাদ আব্দুল হাই
      মুনীর চৌধুরী
      মোফাজ্জল হায়দার চৌধুরী
2.  প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা? 
      দেবেন্দ্রনাথ ঠাকুর
      ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
      রামমোহন রায় 
      কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যয়
3.  চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? 
      হেমচন্দ্র বন্দ্যোপাধ্যয়
      নবীন চন্দ্র বন্দ্যোপাধ্যয়
      মাইকেল মধুসূদন দত্ত
      রঙ্গলাল বন্দ্যোপাধ্যয়
4.  কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? 
      বিষের বাঁশী 
      বন্দীর বন্দনা
      সন্দীপের চর 
      রূপসী বাংলা
5.  কবর’নাটক কার রচনা? 
      শহীদুল্লা কায়সার
      মুনীর চৌধুরী
      জহির রায়হান 
      সত্যেন সেন
6.  চাঁদের হাট’- অর্থ কি? 
      বন্ধুদের সমাগম
      আত্নীয় সমাগম
      প্রিয়জন সমাগম 
      আনন্দের প্রাচুয্য
7.  কোন বানানটি শুদ্ধ? 
      সূচিষ্মিতা
      সূচিস্মিতা
      সুচীস্মিতা
      সুচিস্মিতা
8.  কর্মে যাহার ক্লান্তি নেই’ এই বাক্যংশের সংক্ষিপ্ত রূপ কি? 
      ক্লান্তিহীন
      অক্লান্ত
      অক্লান্ত কর্মী
      অবিশ্রাম
9.  ণত্ব বিধান সাধারনত কোন শব্দে প্রযোজ্য? 
      দেশী 
      বিদেশী 
      তৎসম 
      তদ্ভব
10.  ক্রিয়াপদ- 
      সব সময়ে বাক্যে থাকবে?
      কখনো কখনো বাক্যে উহ্য থাকবে
      শুধু অতীত কাল বুঝাতে বাক্যে ব্যবহৃত হবে
      আসলে বিশ্লেষন থেকে অভিন্ন
11.  কোনটি অনুজ্ঞা? 
      তুমি গিয়েছিলে
      তুমি যাও
      তুমি যাচ্ছিলে 
      তুমি যাচ্ছ
12.  যত বড় মুখ তত বড় কথা’ -এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে? 
      অনুভূতি 
      গালি
      প্রতঙ্গ
      শক্তি
13.  কোন বানান টি শুদ্ধ? 
      মুমুর্ষু
      মুমূর্ষু
      মূমুর্ষূ
      মূমূর্ষূ
14.  বিরাগী’ শব্দের অর্থ কি? 
      উদাসীন 
      প্রতিকূল
      রাগহীন
      বিশেষভাবে রুষ্ট
15.  ব্রজবুলি’ বলতে কি বুঝায়? 
      ব্রজধামে কথিত ভাষা
      এক রকম কৃত্রিম কবিভাষা
      বাংলা ও হিন্দির যোগফল
      মৈথলি ভাষার একটি উপভাষা 

No comments:

Post a Comment