Thursday, March 15, 2012

20th BCS Preliminary Question

16.  মহাজাগতিক রশ্মি আবিস্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? 
      হেস
      গোল্ডস্টাইন
      রাদার ফোর্ড
      আইনস্টাইন
17.  ত্বরিৎ শক্তি শব্দ শক্তিতে রুপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? 
      এমপ্লিফায়ার
      জেনারেটর 
      লাউড স্পিকার
      মাইক্রোফোন
18.  সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? 
      ফ্যাদোমিটার 
      জাইরো কম্পাস
      সাবমেরিন
      এনিয়মিটার
19.  কম্পিউটার কে আবিস্কার করেন? 
      উইলিয়াম অটরেড
      ব্রেইসি প্যাসকেল
      হাওয়ার্ড এইকিন
      আবাকাস
20.  ১৪ 
 
      ১৬
      ২২
      ৩০
21.  বার্ষিক ৪.৫%সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে? 
      ৪৫৮ টাকা
      ৬৫০ টাকা
      ৭০০ টাকা
      ৭২৫ টাকা
22.  পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুন। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুন ছিল? পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 
      ৫৬ ও ১৪ বছর
      ৩২ ও ৮ বছর
      ৩৬ ও ৯ বছর
      ৪০ ও ১০ বছর
23.  দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ন হতে আরো ৬ মিনিট লাগল। প্রতেক নল দ্বারা পৃথক ভাবে পূর্ণ হতে কত সময় লাগবে? 
      ১৮ মিঃ এবং ১২ মিঃ
      ২৪ মিঃ এবং ১২ মিঃ
      ১৫ মিঃ এবং ১২ মিঃ
      ১০ মিঃ এবং ১৫ মিঃ
24.  x/y এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে? 
      answer image 
      answer image 
      answer image 
      answer image 
25.  ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃমিঃ। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতি ঘন্টায় কত ছিল? 
      ২৪.৫ কি. মি
      ৩৭.৫ কি. মি
      ৪০.০ কি. মি
      ৪৫.০ কি. মি
26.  একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি ১৬ মিটার । এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? 
      ৩৬ বঃ মিঃ
      ৪২ বঃ মিঃ
      ৪৮ বঃ মিঃ
      ৫০ বঃ মিঃ
27.  দু’টি সংখ্যার অনুপাত ৫:৮।উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয় । সংখ্যা দুটি কি কি? 
      ৭ ও ১১
      ১২ ও ১৮
      ১০ ও ২৪
      ১০ ও ১৬
28.  একটি সরল রেখার অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 
      দ্বিগুন
      তিনগুন
      চারগুন
      পাঁচগুন
29.  x ও y এর মানের গড় 9 এবং z=12 হলে x,y এবং z এর মানের গড় কত হবে? 
      6
      9
      10
      12
30.  পদ’ বলতে কি বুঝায়? 
      কবিতার চরণ 
      যে কোন শব্দ
      প্রত্যয়ন্ত শব্দ বা ধাতু
      বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু 

No comments:

Post a Comment