Thursday, March 15, 2012

19th BCS Preliminary Question

1.  বাংলাদেশের জি ডি পিতে পশু সম্পদের অবদান কত? 
      ২%
      ৫%
      ৬.৫%
      ২.৯৩%
2.  বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুড়া দুধ আমদানী করা হয়? 
      ৫০০ কোটি টাকার
      ৪০০ কোটি টাকার
      ৩০০ কোটি টাকার
      ১২৫ কোটি টাকার
3.  বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত? 
      রাজশাহী
      চট্টগ্রাম
      সিলেট
      সাভার-ঢাকা
4.  বাংলাদেশের জাতীয় পশু কোনটি? 
      গরু 
      ছাগল
      গয়াল
      রয়েল বেঙ্গল টাইগার
5.  রপ্তানী আয়ে বর্তমানে পশু সম্পদের অবদান কত? 
      ৮ ভাগ
      ১০ ভাগ
      ১২ ভাগ
      ১৩ ভাগ
6.  দেশের রপ্তানী আয়ের চামরার অবস্থান কত? 
      ১ম
      ২য়
      ৩য়
      ৪র্থ
7.  ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহনকারী ভেড়ার নাম কি? 
      নেমি
      টমি
      শেলি
      ডলি
8.  প্রানীর মল-মূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রকিয়ায় উৎপন্ন হয়- 
      ইথেন
      মিথেন
      এমোনিয়া 
      বিউটেন
9.  কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন? 
      ড. এস ডি চৌধুরী
      ড. কাজী ফজলুর করিম
      ড. ওসমান গণি 
      ড. কাসেম
10.  সাম্প্রতিক কালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশে সফর করেন? 
      প্রফেসর ড. আব্দুস সালাম
      প্রফেসর নরম্যান বরলগ
      ডাঃ আব্দুল কাদের 
      ড. স্বামিনাথান
11.  গবাদী পশুর জাত উন্নয়নে পাক উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রনী ভূমিকা পালন করেন? 
      মিঃ জে এইচ বি হেলেন
      লর্ড লিনলিথগো
      লর্ড ক্লাইভ
      ওয়ারেন হেস্টিংস
12.  বাংলাদেশের কোন অঞ্চলে গোচরনের জন্য বাথান আছে? 
      পাবনা
      সিরাজগঞ্জ
      দিনাজপুর
      বরিশাল
      ফরিদপুর
13.  বিশ্ব ব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিচু আয় কত? 
      ২০০ মার্কিন ডলার
      ২২৫ মার্কিন ডলার
      ২৪০ মার্কিন ডলার
      ২৬০ মার্কিন ডলার 
14.  বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি সাক্ষরিত হয়? 
      ২ ডিসেম্বর ১৯৯৭ 
      ৩ ডিসেম্বর ১৯৯৭ 
      ২২ ডিসেম্বর ১৯৯৭
      ৩ জানুয়ারী ১৯৯৮
15.  জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? 
      জেনেভায়
      নিউইয়র্ক 
      হেগে
      প্যারিসে 

No comments:

Post a Comment