Thursday, March 15, 2012

18th BCS Preliminary Question

16.  বাংলা বর্নমালায় মাত্রাবিহীন বর্নের সংখ্যা কত? 
      এগারটি
      নয়টি
      দশটি
      আটটি
17.  ক’ ও ‍খ’ দুইটি সংখ্যা। ক এর 1/2 এবং খ এর 1/3 যোগ করলে 45 হয়।খ 1/2 এর এবং ক এর 2/5 যোগ করলে হয় 50। ক ও খ এর মান কত? 
      ক=৫০ খ=৬০
      ক=৬০ খ=৫০
      ক=৪০ খ=৪৮
      ক=৬০ খ=৪৮
18.  তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’-এটা কোন ধরনের বাক্য? 
      যৌগিক বাক্য
      সাধারন বাক্য
      মিশ্র বাক্য
      সরল বাক্য
19.  একাদশে বৃহস্পতি’-এর অর্থ কি? 
      আশার কথা
      সৌভগ্যের বিষয়
      আনন্দের বিষয়
      মজার বিষয়
20.  লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? 
      সাহেব
      বেহাই
      সঙ্গী
      কবিরাজ
21.  সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী? 
      কবিতার পঙ্কিতে
      গানের কলিতে
      নাটকের সংলাপে
      গল্পের বর্ণনায়
22.  দুটি পুরুষ বাচক শব্দ রয়েছে কোনটিতে? 
      ননদ
      প্রিয়
      শিষ্য
      আয়া
23.  বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? 
      নাম পদ
      উপপদ
      প্রতিপাদিক
      উপমিত
24.  কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়? 
      তুই বাড়ি যা
      কাল একবার এসো
      ক্ষমা করা ঘোর অপরাধ’
      দূর হও
25.  ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়? 
      আন 
      আই
      আও 
      আলবেনীয়দের ঔদ্ধতা
26.  বচন অর্থ কি? 
      সংখ্যার ধারনা
      গননান ধারনা
      ক্রমের ধারনা
      পরিমাপের ধারনা
27.  মরি মরি!কি সুন্দর প্রভাতের রূপ’-বাক্যে মরি মরি কোন শ্রেনীর অব্যয়? 
      সমন্বয়ী
      অনুন্বয়ী
      পদান্বয়ী
      অনুকার
28.  দোলনা শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি? 
      দুল+না
      দো্ল+না
      দোল+অনা
      দোলনা+আ
29.  কৌশলে কার্যোদ্ধার’-কোনটির অর্থ? 
      গাছে তুলে মই কাড়া
      এক খুড়ে মাথা মোড়ানো
      ধরি মাছ না ছুই পানি 
      আকাশের চাদ হাতে পাওয়া
30.  সন্ধি ব্যকরনের কোন অংশের আলচ্য বিষয়? 
      রুপতত্ত্ব
      ধনিতত্ত্ব
      পদক্রম
      বাক্যতত্ত্ব 

No comments:

Post a Comment