Tuesday, July 17, 2012

স্থানীয় সরকার ব্যবস্থার গঠন প্রকৃতি


স্থানীয় সরকার ব্যবস্থার গঠন প্রকৃতি
জনগের প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষার ধারক ও বাহক হিসাবে স্থানীয় সরকার ব্যবস্থা কাজ করে আসছে৷ স্থানীয় সরকার ব্যবস্থা দুই ধরনের (এক) শহর বা পৌর স্থানীয় সরকার ব্যবস্থা এবং (দুই) গ্রাম স্থানীয় সরকার ব্যবস্থা৷ শহর বা পৌর স্থানীয় সরকার ব্যবস্থা দুই ধরনের: পৌরসভা এবং সিটি করপোরেশন এবং গ্রাম স্থানীয় সরকার ব্যবস্থা চার ধরনের: গ্রাম সরকার, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ৷ নিচে একটি ছকের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার গঠন দেখানো হলো: 
তথ্যসূত্র: স্বশাসিত ইউনিয়ন পরিষদ এডভোকেসি গ্রুপ - বাংলাদেশ এর জাতীয় সম্মেলন ২০০৫ উপলক্ষে বিশেষ প্রকাশনা - স্বশাসন, কারেন্ট এফেয়ার্স (সাধারণ জ্ঞান) বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী - ২০০৪৷

No comments:

Post a Comment