Saturday, March 10, 2012


বিজ্ঞান 



উড়োজাহাজের গতি নির্ণায়ক  যন্ত্র – ট্যাকোমিটার
কাজ করার সামর্থকে বলে – শক্তি
বলের আন্তর্জাতিক একক –নিউটন
সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয়- ত্বরণ
অভিকর্ষ হলো বস্তুর উপর – কেন্দ্রমুখী বল
বায়ুমন্ডল পৃথিবীর সাথে আবর্তিত  হচ্ছে- পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
কাজের একক –জুল
বরফ পানিতে ভাসে কারণ – বরফের ঘনত্ব পানির তুলনায় কম
রাডারে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম – মাইক্রোওয়েব
তাপ প্রয়োগে সবচেয়ে বেশী প্রসারিত হয় –বায়বীয় পদার্থ
যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে – দর্পণ
যদি পানির PH এর মান ৭ হয়, তবে তা – নিরপেক্ষ পানি
ফল পাকানোর জন্য দায়ী – ইথিলিন
কাঁদুনে গ্যাসের অপর নাম – ক্লোরোপিক্রিন
সালোকসংশ্লেষন সবচেয়ে বেশী হয় – লাল আলোতে
‘ইস্ট’- এক ধরনের ছত্রাক
ধানের পরাগায়ন হয় – বাতাসের মাধ্যমে
ডেঙ্গু জ্বরের বাহক – এডিস মশা
বিসিজি টিকা ব্যবহার করা হয় যক্ষা রোগ প্রতিরোধ করার জন্য
মুক্তা হল  ঝিনুকের প্রদাহের ফল
যে রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় – ‘ও’ গ্রুপ
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম – মনোসোডিয়াম গ্লুটামেট
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত – ১ : ২
ইরাটম হচ্ছে – উন্নত জাতের ধান
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলে – পরমানু
সবচেয়ে হালকা ধাতু –লিথিয়াম
বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় –নাইক্রোম তার

No comments:

Post a Comment