Saturday, March 10, 2012


আন্তর্জাতিক বিষয়াবলি দুই
bcs
১. ইরানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় কত সালে?

ক. ১৯৭৭ খ. ১৯৭৯  গ. ১৯৮১ ঘ. ১৯৮৩
২. শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক শাহের জন্মস্থান কোথায়?
ক. ভারতে খ. পাকিস্তানে  গ. নেপালে ঘ. বাংলাদেশে
৩. চীন ও পাকিস্তানের মধ্যে নির্মিত সড়কপথের নাম—
ক. কারাকোরাম খ. ইউরোটানেল  গ. বোলান ঘ. সালান
৪. ‘হাতফ’ ক্ষেপণাস্ত্রটি আবিষ্কার করে—
ক. ইরান খ. পাকিস্তান  গ. ব্রিটেন ঘ. ফ্রান্স
৫. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের নাম—
ক. হোয়াইট হাউস খ. হোয়াইট হল গ. ডিফেন্স হাইক ঘ. পেন্টাগন।
৬. আফগানিস্তানে তালেবান শাসনের অবসান ঘটে—
ক. ২০০০ সালে  খ. ২০০১ সালে  গ. ২০০৩ সালে  ঘ. ২০০৫ সালে।
৭. প্রথম এশিয়া কাবাডি খেলা অনুষ্ঠিত হয়—
ক. ঢাকায় খ. দিল্লিতে  গ. লাহোরে ঘ. কলকাতায়
৮. ম্যাগসাসে পুরস্কার প্রদান করে—
ক. জাপান খ. চীন  গ. ফ্রান্স ঘ. ফিলিপাইন
৯. নিচের কোন রাজনীতিবিদ নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. আব্রাহাম লিংকন  খ. মাও-সেতুং গ. উড্রোউইলসন  ঘ. উইন্সটন চার্চিল
১০. ভিনসেট ভ্যানগগ কোন দেশের বিখ্যাত চিত্রকর?
ক. ফ্রান্স খ. ইতালি  গ. নেদারল্যান্ড ঘ. রাশিয়া
১১. কোন দেশে আত্মহত্যার হার বেশি?
ক. চীন খ. শ্রীলঙ্কা  গ. জাপান ঘ. মালদ্বীপ
১২. ‘আফ্রিদি’ উপজাতিদের বসবাস—
ক. ভারতে খ. চীনে গ. ভুটানে ঘ. পাকিস্তানে
১৩. সুইজারল্যান্ডের জেনেভা নগরী কোন শিল্পের জন্য বিখ্যাত?
ক. লৌহ খ. বিমান  গ. ঘড়ি ঘ. কাগজ
১৪. প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিলেন?
ক. বিগমার্ক খ. হিটলার গ. স্ট্যালিন ঘ. হিরোহিতা
১৫. কিয়োটা চুক্তি স্বাক্ষরিত হয়—
ক. ১৯৯০ সালে খ. ১৯৯২ সালে  গ. ১৯৯৫ সালে ঘ. ১৯৯৭ সালে
১৬. ‘অরেঞ্জ’ ওর্ডার কোন দেশের গেরিলা সংস্থা?
ক. জাপান  খ. উত্তর আয়ারল্যান্ড  গ. চীন ঘ. কলাম্বিয়া
১৭. জাপানের গোয়েন্দা সংস্থার নাম—
ক. মোসাদ খ. এফবিআই  গ. নাইকো ঘ. মুকরবাত
১৮. আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আগস্ট মাসের প্রথম—
ক. রোববার খ. সোমবার  গ. মঙ্গলবার ঘ. বুধবার
১৯. ‘অরবিটস’ প্রতিষ্ঠিত হয়—
ক. ১৯৭০ সালে খ. ১৯৮১ সালে গ. ১৯৮২ সালে ঘ. ১৯৯০ সালে
২০. রানী প্রথম এলিজাবেথ কোন বংশোদ্ভূত?
ক. টিউডর খ. কোন্  গ. ডাচ্ ঘ. কোনোটাই না।
সঠিক উত্তর
১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. ক।

No comments:

Post a Comment