বাংলাদেশ
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা – ৩০ টি
দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত –লালমনিরহাট
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরুপ হচ্ছে –টারশিয়ারী যুগের
ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য -৫১৩৮ কিলোমিটার
বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল আছে -১১১টি
বাঙ্গালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে – অস্ট্রিক জাতি থেকে
প্রাচীন পুন্ড্রনগর অবস্থিত –মহাস্থানগড়
পাহাড়পুরের বৌদ্ধ বিহার যে নামে পরিচিত ছিল – সোমপুর বিহার
সর্বপ্রথম দেশবাচক শব্দ ‘বাংলা’ যে গ্রন্থে ব্যবহৃত হয় – ‘আইন-ই-আকবরী’
সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল –গৌড়
গৌড়ের সোনা মসজিদটি নির্মাণ করেন – আলাউদ্দিন হোসেন শাহ
সমগ্র বাংলা ভাষাভাষীদের অঞ্চল ‘বাঙ্গালাহ’ নামে পরিচিত হয়ে উঠে – শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে
বাংলাদেশকে ‘ধনসম্পদ পূর্ণ নরক’ বলে অভিহিত করেন –ইবনে বতুতা
ঢাকায় সুবা বাংলার রাজধানী স্থাপিত হয় – ১৬১০ সালে
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন- ঈসা খাঁ
বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন – নবাব মুর্শিদকুলি খান
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম বাংলায় আসে – পর্তুগীজরা
‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে – ১১৭৬ সালে
বাংলাদেশের জাতীয় বৃক্ষ – আম
বাংলাদেশের যে উপ-জাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক – গারো ও খাসিয়া
বাংলাদেশে একাডেমিক কার্যক্রম চালুকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় – ৩২ টি
বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ হতে পৃথক হয় – ১ নভেম্বর ২০০৭
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ৭ মার্চ ১৯৭৩
বাংলাদেশের স্বাধীনতার ঘোষনাপত্র জারি করা হয় – ১০ এপ্রিল ১৯৭১
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ – সেন্টমার্টিন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় গঠিত হয় -২০০১ সালে
‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল – ১৯৪৩ খ্রিস্টাব্দে
বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা ছিলেন – হাজী শরিয়ত উল্লাহ
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন – হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বাংলাদেশ কে স্বীকৃতিদানকারী প্রথম দেশ – ভারত
স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পীকার – মোহাম্মদ উল্লাহ
বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী গঠিত – ১৩৭
No comments:
Post a Comment