Friday, June 1, 2012

৩৩ তম বিসিএসঃ সঠিক উত্তর

৩৩ তম বিসিএসঃ সঠিক উত্তর


সেট-০১ (চামেলী)




 ইংরেজী

1. Noureen will discuss the issue with Nasir ___ phone. : Over
... 2. Some writters sink ___ oblivion in course of time. : into
3. Call to mind means: remember
4. Pass away means: die
5. word synonymous with authoritarian is: Autocratic
6. 'Permissive' implies: Liberal
7. Each of the sons followed ___ father's trade. : his
8. 'Subject - Verb Agreement' refers to -- Number and person
9. Error in the sentence: Recommendation
10. 'The French" refers to: The French people
11. If a person can't stop talking drugs, he is addicted to them
12. 'Officialese' means: Language used in offices
13. The verb 'Succumb' means: Submit
14. We look forward ___ a response from you. : To receiving
15. If a part of a speech or writing breaks the theme: Digression
16. 'Take into account' means: Consider
17. কতৃপক্ষ তাকে তিরষ্কার করলোঃ The authorities took him to task
18. "Such claim needs to be tested empirically"
: The test should be based on experience.
19. Idiom "put up with" means: Tolerate
20. Im many ways riding a bicycle is similar to driving a car.



বাংলা


১)চর্যাপদ-খ 
২) কবি শায়ের-ক 
৩)কবি গান-ক
৪) কেন পান্থ ক্ষান্ত---ক 
৫)ধনধান্যে-ক 
৬)অশুদ্ধ-- ঘ 
৭) গৃহী--ঘ 
৮) excise duty--খ 
৯) শুদ্ধ বাক্য---খ ১০)............
১১) অগ্নি--ঘ 
১২)নিশীথিনী--গ 
১৩) কোলন-- ; 
১৪) কল্লোল--ক 
১৫)সুকান্ত-ক 
১৬)ঢাকের কাঠি--ঘ 
১৭) বিষবৃক্ষ--ঘ 
১৮)পিপীলিকা 
১৯)গীতাঞ্জলি--গ 
২০)origin---খ




৩৩ তম বিসিএসঃ সঠিক উত্তর - গণিত

সেট ৩

21. খ, 22. ঘ, 23. ক, 24. গ, 25. ঘ

26. গ, 27. ক, 28. গ, 29. খ, 30. গ

31. খ, 32. ঘ, 33. ক, 34. ঘ, 35. ক

36. ক, 37. গ, 38. খ, 39. গ, 40. ক



সাধারন জ্ঞান




1. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? 15
2. পূর্বাশা দ্বীপের অপর নাম কি? উঃ দক্ষিণ তালপট্টি
3. মুজিবনগর কোন জেলায় অবস্থিত? উঃ মেহেরপুর
4. সেন্টমার্টিন কোন জেলায় অবস্থিত? উঃ কক্সবাজার
5. বাংলাদেশের সার্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন কারী বিষয়ঃ তৈরী পোষাক
6. শালবন বিহার কোথায় অবস্থিত? উঃ কুমিল্লার ময়নামতি
7. সাবাস বাংলাদেশ ভাষ্কর্য কোথায়? উঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়
8. এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয়? উঃ শেরে বাংলা স্টেডিয়াম
9. বাংলাদেশের জাতীয় দিবস কবে? উঃ ২৬ মার্চ
10. শ্রীলংকার মুদ্রার নাম কি? উঃ রূপী
11. সার্ক এর সদস্য দেশ কয়টি? উঃ ৮
12. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতিঃ জেঃ আতাউল গনি ওসমানি
13. বাংলাদেশের রাজধানী কথায় !!! উঃ ঢাকা
14. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর কোথায়? সঠিক উত্তর নাই (দাম্মাম)
15. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? উঃ প্রশান্ত
16. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? উঃ বৈকাল
17. ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপ হবে কোথায়? উঃ ব্রাজিল
18. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়? উঃ ময়মনসিংহে
19. বাংলাদেশের যে ছবি কলকাতা ফ্লিম ফেষ্টিভাল পুরষ্কার পায়ঃ গেরিলা
20. বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন? উঃ 11 জন



৩৩ তম বিসিএসঃ সঠিক উত্তর - বিজ্ঞান

1. কোনটি এন্টিবায়োটিক? উঃ পেনিসিলিন
2. জন্ডিসে আক্রান্ত হয়ঃ যকৃত
3. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? উঃ রাবার
4. কোনটি নবায়ন যোগ্য শক্তির উৎস? উঃ সূর্যে রশ্মি
5. ইন্টারনেট চালু হয়ঃ 1969 সালে
6. MKS পদ্ধতিতে ভরের এককঃ কেজি
7. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? উঃ ইস্পাত
8. আলটিমিটার কি? উঃ উচ্চতা পরিমাপক যন্ত্র
9. কোনটি মৌলিক পদার্থ? উঃ লোহা
10. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল? উঃ পারদ
11. স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান কি? উঃ ক্রোমিয়াম
12. সর্বাপেক্ষা হালকা গ্যাসঃ হাইড্রোজেন
13. ভারী পানির রাসায়নিক সংকেতঃ D2O
14. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়ঃ দস্তা
15. সংকত ধাতু পিতলের উপাদানঃ তামা ও দস্তা
16. কোনটি সিমেন্ট তৈরীর অন্যতম কাঁচামাল? উঃ জিপসাম
17. বিগব্যাং তত্বের প্রবক্তাঃ জি. ল্যামেটার
18. মহাজাগতিক রশ্মির আবিষ্কারকঃ হেস
19. ইউরি গ্যাগরিন মহাশূন্যে যানঃ 1961 সালে
20. গ্রিনিচ মান মন্দির অবস্থিতঃ যুক্তরাজ্যে

No comments:

Post a Comment