Wednesday, May 16, 2012

৩৩তম বিসিএস পরীক্ষা

সামনেই ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। বিগত পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষস্থান অধিকারী বিসিএস ক্যাডাররা তৈরি করে দিচ্ছেন মডেল টেস্ট


বাংলা
১. বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়_
ক. রংপুরে খ. যশোরে
গ. ঢাকায় ঘ. চট্টগ্রামে
২. হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন_
ক. রামনিধি গুপ্ত খ. মালাধর বসু
গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. আলাওল
৩. ইধষষধফ কী?
ক. লোকগীতি খ. লোকগাথা
গ. গাথা ঘ. গীতিকা
৪. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়_
ক. ১৮০০ সালে খ. ১৮০৮ সালে
গ. ১৮৪১ সালে ঘ. ১৮১৫ সালে
৫. 'বত্রিশ সিংহাসন' রচনা করেন_
ক. রামরাম বসু খ. গোলকনাথ শর্মা
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঘ. উইলিয়াম কেরি
৬. অভয়া চরিত্রটি কোন উপন্যাসের?
ক. পল্লী সমাজ খ. মেজদিদি
গ. শ্রীকান্ত ঘ. গৃহদাহ
৭. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন_
ক. অক্ষয়কুমার দত্ত খ. প্যারিচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. মোজাম্মেল হক
৮. সৈয়দ শামসুল হক কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকায় খ. রংপুরে
গ. কুড়িগ্রামে ঘ. খুলনায়
৯. বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন?
ক. এন বি হ্যালহেড
খ. উইলিয়াম কেরি
গ. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
১০. ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. অর্থতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. রূপতত্ত্বে
১১. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৭টি খ. ৬টি
গ. ২৫টি ঘ. ১০টি
১২. 'প্রাতরাশ'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. প্রাত+রাশ খ. প্রাতঃ+আশ
গ. প্রাতঃ+রাশ ঘ. প্রাঃ+রাশ
১৩. 'কেন্দ্র', 'দাম' শব্দ দুটি কোন ভাষা থেকে আগত?
ক. জাপানি খ. চীনা
গ. গ্রিক ঘ. তুর্কি
১৪. বাংলা সাহিত্যের আদি কবি কে?
ক. কাহ্নপা খ. চেগুনপা
গ. লুইপা ঘ. ভূসুকপা
১৫. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয়_
ক. ১৮১৭ সালে খ. ১৮৩২ সালে
গ. ১৭৫৩ সালে ঘ. ১৮৫২ সালে
১৬. 'তুমি এতক্ষণ কী কী করেছ'_এই বাক্যে 'কী' কোন পদ?
ক. সর্বনাম খ. বিশেষণ
গ. ক্রিয়া ঘ. অব্যয়
১৭. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলে_
ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত ঘ. পয়ার
১৮. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা_
ক. আলাওল খ. সৈয়দ সুলতান
গ. দৌলত কাজী ঘ. মাগন ঠাকুর
১৯. 'পলাতক দাসে দাও স্বাধীনতা'_এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে সপ্তমী খ. সম্প্রদানে সপ্তমী
গ. অধিকরণে সপ্তমী ঘ. কর্মে প্রথমা
২০. 'বনে বনে ফুল ফুটেছে'_এখানে ফুল_
ক. এক বচন খ. বহুবচন
গ. উভয়টি ঘ. কোনোটিই নয়




































































বিসিএস পরীক্ষার মডেল টেস্ট (বাংলা)
১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. গ ৬. গ ৭. ক ৮. গ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. খ
২০. খ।

No comments:

Post a Comment