১। গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়?
ক. ১৮২৬ খ. ১৮৩৩
গ. ১৮২৯ ঘ. ১৮৩০
২। 'বচন' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দ বা রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. কোনোটিই নয়
৩। অর্ধমাত্রায় স্বরবর্ণ কয়টি?
ক. ২টি খ. ৪টি
গ. ৭টি ঘ. ১টি
৪। 'জলৌকা'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. জল+একা খ. জলো+ঐকা
গ. জল+ওকা ঘ. জল+ঔকা
৫। 'বুর্জোয়া' কোন দেশি শব্দ?
ক. ফারসি খ. ফরাসি
গ. পর্তুগিজ ঘ. আরবি
৬। পুলকের প্রতিশব্দ কোনটি?
ক. আহ্লাদ খ. উল্লাস
গ. স্ফীতি ঘ. আনন্দ
৭। কাকনিদ্রা অর্থ কী?
ক. কাকের নিদ্রার ন্যায়
খ. অগভীর সতর্ক নিদ্রা
গ. অনিষ্ট চিন্তা
ঘ. কপট নিদ্রা
৮। 'কর দান করে যে' তাকে কী বলে?
ক. আশ্রিত খ. অধীন
গ. প্রজা ঘ. করদ
৯। কবিকঙ্কণ কার উপাধি?
ক. মুকুন্দ দাস খ. গোবিন্দ চন্দ্র দাস
গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
১০। বঙ্কিমের 'ত্রয়ী উপন্যাসের' অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. কৃষ্ণকান্তের উইল খ. সীতারাম
গ. দেবী চৌধুরানী ঘ. আনন্দমঠ
১১। গোরক্ষ বিজয় কার লেখা?
ক. সরদার জয়েনউদ্দিন
খ. সৈয়দ সুলতান
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
১২। রোকেয়া দিবস পালিত হয়_
ক. ৯ ডিসেম্বর খ. ১১ ডিসেম্বর
গ. ৯ জানুয়ারি ঘ. ১০ এপ্রিল
১৩। 'নকশী কাঁথার মাঠ' ইংরেজিতে অনুবাদ করেন_
ক. ডবি্লউ বি ইয়েটস খ. ই এম মিলফোর্ড
গ. জি বি শ ঘ. ই এম ফরস্টার
১৪। চর্যাপদ প্রকাশিত হয়_
ক. ১৯০৭ সালে খ. ১৯১৬ সালে
গ. ১৯০৮ সালে ঘ. ১৯১০ সালে
১৫। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল কোনটি?
ক. শ্রীকৃষ্ণকীর্তন খ. বৈষ্ণব পদাবলী
গ. নাথ সাহিত্য ঘ. মঙ্গলকাব্য
১৬। 'আলালের ঘরের দুলাল' প্রকাশিত হয়_
ক. ১৮৫৭ খ. ১৮৬১
গ. ১৮৫৮ ঘ. ১৮৫৯
১৭। 'নেমেসিস'-এর বিষয়বস্তু কী?
ক. পঞ্চাশের মন্বন্তর
খ. বায়ান্নার ভাষা আন্দোলন
গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ঘ. মুক্তিযুদ্ধ
১৮। রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত ছোটগল্প কোনটি?
ক. জীবিত ও মৃত খ. পণরক্ষা
গ. আপদ ঘ. মেঘ ও রৌদ্র
১৯। 'শুভদা' উপন্যাসের রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২০। 'একাত্তরের ডায়েরি' কোন ধরনের গ্রন্থ?
ক. জীবনী
খ. স্মৃতিকথা
গ. মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস
ঘ. ভ্রমণকাহিনী
ক. ১৮২৬ খ. ১৮৩৩
গ. ১৮২৯ ঘ. ১৮৩০
২। 'বচন' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দ বা রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে ঘ. কোনোটিই নয়
৩। অর্ধমাত্রায় স্বরবর্ণ কয়টি?
ক. ২টি খ. ৪টি
গ. ৭টি ঘ. ১টি
৪। 'জলৌকা'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. জল+একা খ. জলো+ঐকা
গ. জল+ওকা ঘ. জল+ঔকা
৫। 'বুর্জোয়া' কোন দেশি শব্দ?
ক. ফারসি খ. ফরাসি
গ. পর্তুগিজ ঘ. আরবি
৬। পুলকের প্রতিশব্দ কোনটি?
ক. আহ্লাদ খ. উল্লাস
গ. স্ফীতি ঘ. আনন্দ
৭। কাকনিদ্রা অর্থ কী?
ক. কাকের নিদ্রার ন্যায়
খ. অগভীর সতর্ক নিদ্রা
গ. অনিষ্ট চিন্তা
ঘ. কপট নিদ্রা
৮। 'কর দান করে যে' তাকে কী বলে?
ক. আশ্রিত খ. অধীন
গ. প্রজা ঘ. করদ
৯। কবিকঙ্কণ কার উপাধি?
ক. মুকুন্দ দাস খ. গোবিন্দ চন্দ্র দাস
গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
১০। বঙ্কিমের 'ত্রয়ী উপন্যাসের' অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. কৃষ্ণকান্তের উইল খ. সীতারাম
গ. দেবী চৌধুরানী ঘ. আনন্দমঠ
১১। গোরক্ষ বিজয় কার লেখা?
ক. সরদার জয়েনউদ্দিন
খ. সৈয়দ সুলতান
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
১২। রোকেয়া দিবস পালিত হয়_
ক. ৯ ডিসেম্বর খ. ১১ ডিসেম্বর
গ. ৯ জানুয়ারি ঘ. ১০ এপ্রিল
১৩। 'নকশী কাঁথার মাঠ' ইংরেজিতে অনুবাদ করেন_
ক. ডবি্লউ বি ইয়েটস খ. ই এম মিলফোর্ড
গ. জি বি শ ঘ. ই এম ফরস্টার
১৪। চর্যাপদ প্রকাশিত হয়_
ক. ১৯০৭ সালে খ. ১৯১৬ সালে
গ. ১৯০৮ সালে ঘ. ১৯১০ সালে
১৫। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল কোনটি?
ক. শ্রীকৃষ্ণকীর্তন খ. বৈষ্ণব পদাবলী
গ. নাথ সাহিত্য ঘ. মঙ্গলকাব্য
১৬। 'আলালের ঘরের দুলাল' প্রকাশিত হয়_
ক. ১৮৫৭ খ. ১৮৬১
গ. ১৮৫৮ ঘ. ১৮৫৯
১৭। 'নেমেসিস'-এর বিষয়বস্তু কী?
ক. পঞ্চাশের মন্বন্তর
খ. বায়ান্নার ভাষা আন্দোলন
গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ঘ. মুক্তিযুদ্ধ
১৮। রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত ছোটগল্প কোনটি?
ক. জীবিত ও মৃত খ. পণরক্ষা
গ. আপদ ঘ. মেঘ ও রৌদ্র
১৯। 'শুভদা' উপন্যাসের রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২০। 'একাত্তরের ডায়েরি' কোন ধরনের গ্রন্থ?
ক. জীবনী
খ. স্মৃতিকথা
গ. মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস
ঘ. ভ্রমণকাহিনী
বিসিএস পরীক্ষার মডেল টেস্ট (বাংলা)
১.ক ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. খ। হ
১.ক ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. খ। হ
No comments:
Post a Comment