- ...থাই সরকার ১৯৭০ সালে নেশা সৃষ্টিকারী ইয়াবা ট্যাবলেটকে নিষিদ্ধ ঘোষণা করে?
- ...তারেক মাসুদ পরিচালিত বাংলাদেশী চলচ্চিত্র মাটির ময়না দেশের প্রথম চলচ্চিত্র হিসেবে শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র হিসেবে একাডেমি এ্যাওয়ার্ডে মনোনয়ন পাবার আগে সেন্সর বোর্ড কর্তৃত সাময়িক ভাবে নিষিদ্ধ ছিল?
- ...জেরুজালেম মুসলমানদের দখলে আসার পরে জেরুজালেমে আগত বিপুল সংখ্যক ইউরোপীয় তীর্থযাত্রীদের নিরাপত্তার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং ১০৯৬ খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডেরপরে নাইট টেম্পলার সৈনিক বাহিনী তৈরি করা হয় এসব তীর্থযাত্রীদের নিরাপত্তার নিশ্চিত করার উদ্দেশ্যেই?
- ...বাংলার কমিউনিস্ট আন্দোলনের নেতা কমরেড মুজফ্ফর আহমদ জীবনের প্রারম্ভে, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সহকারী সম্পাদক ছিলেন?
- ...১৯৫০ সালের ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন সত্ত্বেও কেবলমাত্র খেলার জুতা না থাকায় ভারত জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে পারেনি?
- ...ইয়ং বেঙ্গল নেতা রামগোপাল ঘোষকে হিন্দু ধর্মের বিরোধীতা করায় একঘরে করার ভয় দেখানো হয়?
- ...ভারত বিভাগের সময় বাঙালি রাজনীতিবিদ আবুল হাশিম পূর্ব বঙ্গ ও পশ্চিমবঙ্গ নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্রগঠনের প্রস্তাব দেন?
- ...১৯৫৩ সালে কারাগারে বসে মুনীর চৌধুরী তার অন্যতম শ্রেষ্ঠ নাটক কবর রচনা করেন এবং এই নাটকের প্রথম মঞ্চায়নে জেলখানার কয়েদীরাই অভিনয় করেন?
- ...১৯২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী ফজিলতুন্নেসা বিশ্ববিদ্যালয়টির প্রথম মুসলিম ছাত্রী?
- ...এশিয়ার প্রথম নোবেল পুরষ্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা বিকাশে তার বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ব্যাপক ভুমিকা ছিল
?
No comments:
Post a Comment